স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি যাচ্ছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নয়াদিল্লি যাচ্ছেন।
তিনি সোমবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
তিনি বার্তা২৪. কম কে জানান, স্যার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে দুপুরে নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে যাচ্ছেন। বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইট যোগে তিনি যাবেন। স্বাস্থ্য পরীক্ষা শেষেই তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে ভর্তি করে নেন চিকিৎসকরা। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। ১২দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন তিনি।
এর আগে গত বছরের ৩ মার্চ ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠীর পরামর্শে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।