ভারতকে রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতকে রোহিঙ্গা সংকট সমাধানে সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্যারিসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এসব আহ্বান জানান।
ড. মোমেন বলেন, ২০২১ সালে মুজিব শতবর্ষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঢাকা সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের একটি অনন্য উচ্চতা হিসাবে চিহ্নিত হয়েছে।
ইইউ মিনিস্ট্রিয়াল ফোরাম অন কোঅপারেশন উইথ দি ইন্দো-প্যাসিফিকের সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী সেখানে মিলিত হন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
দুই মন্ত্রী ২০২১ সালের ৬ ডিসেম্বর মৈত্রী দিবস বা বন্ধুত্ব দিবস পালনের জন্য বিশ্বের ১৮টি রাজধানীতে অনুষ্ঠিত সফল অনুষ্ঠানগুলো স্মরণ করেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের প্রথমার্ধে জয়েন্ট কনসালটেটিভ কমিটির (জেসিসি) পরবর্তী বৈঠকে ড. মোমেনকে আমন্ত্রণ জানিয়েছে। দুই মন্ত্রী জেসিসি বৈঠকের আগে সংশ্লিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক সমাপ্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে তার সরকারের নীতিগত অবস্থানকে পুনরায় নিশ্চিত করেন। দুই মন্ত্রী কুশিয়ারা নদীকে ঘিরে চলমান আলোচনায় সম্মত হন।