মার্চ থেকে বিমানের সকল সেবা অনলাইনে: প্রধানমন্ত্রী
আগামী মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণ ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি বিমানে কার্গো সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকার প্রধান বলেন, বিমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক। কারণ বিমান বাংলাদেশের যাত্রী ও পরিচয় নিয়ে বিভিন্ন দেশে যাত্রা করে। তাই আমাদের সংস্কৃতির সঙ্গে মিল রেখে এর আরও উন্নতি করতে হবে।
বিগত পঞ্চাশ বছর ধরে বাহন হয়ে আকাশে শান্তির নীড় রচনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া বিমানের পথচলা শুরুর সুবর্ণজয়ন্তীতে ২১টি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে বহরে, নতুন নতুন রুটে ফ্লাইট চালু হয়েছে, উন্নত হয়েছে সবার মান। বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বহরে পরিণত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রধানমন্ত্রী জানান, সৈয়দপুর, কক্সবাজার, রাজশাহী বিমানবন্দরগুলো উন্নত করা হচ্ছে যেন পার্শ্ববর্তী দেশ এই বন্দর ব্যবহার করতে পারে। এতে করে আর্থিকভাবেও উপকার হবে।

অনলাইন ডেস্ক