বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপ মার্চে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অংশীদারি সংলাপ আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সংলাপে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুই বছর স্থগিত থাকার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের সংলাপ গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার, র্যাবের সিনিয়র কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, জিএসপি স্থগিতাদেশ তুলে নেওয়া ও মেরিটাইম সহায়তার মতো চলমান ইস্যুগুলো।
২০১২ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে প্রতি বছর অংশীদারি সংলাপ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত নিয়মিত এ সংলাপটি চলমান ছিল। কভিডের কারণে ২০২০ ও ২০২১ সালে সংলাপ হয়নি।
এদিকে গতকার মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, আগামী এপ্রিল ও মে মাসে ঢাকায় দুটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। প্রথমটি সচিব পর্যায়ে এবং দ্বিতীয়টা ব্যবসায়ী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে শাহরিয়ার আলম জানান।

অনলাইন ডেস্ক