'ইউক্রেন থেকে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছেন'

ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে ৬ শতাধিক বাংলাদেশি পোল্যান্ড পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেছেন, ইউক্রেনে যারা এখন আছেন তাদের বেশির ভাগেরই ফ্যামিলি আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না। এখনো ইউক্রেনে ১০০ মতো বাংলাদেশি এখন থাকতে পারেন।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে যদি থাকেন তাহলে তাদেরও যেন সঙ্গে নেন।
যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে সচিব বলেন, নিষেধাজ্ঞার ফলে ফুল রেঞ্জে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা করছি। আমরা এটা নিয়ে