‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরবেন মঙ্গলবার

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। তারা দেশে ফিরবেন আগামী মঙ্গলবার (০৮ মার্চ)।
রোববার (০৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং এর কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রোমানিয়ার বুখারেষ্ট শহরের একটি হোটেলে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিককে রাখা হবে। তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। গোলার আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।