বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৩৫ সালের আগেই বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইকনমিক ফোরাম ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা জোরেশোরে ও স্পষ্ট করে আমাদের অংশীদারদের বলতে চাই, আমরা প্রস্তুত। আমাদের দেশে বিনিয়োগ করুন। ব্যবসা এবং উৎপাদনের জন্য একটি আন্তর্জাতিক হাব হয়ে ওঠার জন্য আমাদের প্রত্যক্ষভাবে বিশাল সম্ভাবনা রয়েছে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের সক্ষমতা এবং দক্ষতা- বিশেষ করে আইসিটি এবং আইটিইএস ডোমেনে- বিশ্বের যে কোনও জায়গায় চেয়ে লাভজনক অংশীদার করে তোলে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাঠামোগতভাবেও বাংলাদেশ বিশ্বব্যাপী মহামারি মোকাবিলায় একটি উল্লেখযোগ্য কাজ করেছে এবং একই সাথে কোভিড আক্রমণের শীর্ষ সময়েও আমাদের অর্থনীতিকে পূর্ণ চালু রেখেছে।