ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

কম দামে স্বল্প আয়ের মানুষজন যাতে নিত্যপণ্য কিনতে পারে, সেজন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি হাতে নিয়েছে।
আগামী ২০ মার্চ থেকে বিশেষ এই কার্ডের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে এক কোটি পরিবারের মাঝে নিত্যপণ্য তুলে দিবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১৫ মার্চ) টিসিবি এই তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেয়েছেন ৩৮ লাখ ৫০ হাজার সুবিধাভোগী। তাদের সবাই পাচ্ছেন ‘ফ্যামিলি কার্ড’। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার। মোট এক কোটি পরিবার এখন ফ্যামিলি কার্ডের আওতায়।
সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আসন্ন রোজায় ক্রেতাদের সুলভ মূল্যে পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় টিসিবি এই কার্যক্রম হাতে নিয়েছে।
গত বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি টিসিবির জন্য তেল, চিনি, ডাল ও ছোলা কেনার প্রস্তাবে অনুমোদন দেয়। এর আওতায় এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল, ১৪ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা ও ১৯ হাজার ৫০০ টন মশুর ডাল সংগ্রহ করছে টিসিবি।
টিসিবি জানিয়েছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজের প্যাকেট দেওয়া হবে।
বলা হয়েছে, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করবে টিসিবি। এখনও নির্ধারণ হয়নি ছোলার দাম।