শবেবরাতে বাড়তি নিরাপত্তা জোরদার
পবিত্র শবেবরাত উপলক্ষে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ বিষয়ে নিশ্চিত করেন।
শুক্রবার (১৮ মার্চ) মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, প্রতিবছর শবেবরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির নাশকতা করে থাকে।
প্রতিবছরের মতো এবারও র্যাব পেট্রোল নিয়োজিত থাকবে। এ ছাড়া যেন কেউ উসকানিমূলক কোনো কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে সে জন্য সাইবার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।অনুষ্ঠানে এতিম ও দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।