‘সুদের হার না কমালে করোনায় কোনো প্রতিষ্ঠান টিকতো না’

ব্যাংক ঋণে সুদের হার না কমালে করোনা মহামারির সময়ে একটি প্রতিষ্ঠানও টিকত না বলে জানিয়েছন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (২৪ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংকের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, আমাদের ঋণের সুদের হার ১৮ থেকে ২০ শতাংশ ছিল। উন্নত দেশগুলোতে দেখলাম তাদের সুদের হার অনেক কম। তখন আমরা সুদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন হার বেঁধে দিলাম। তখন অনেকে এটার বিরোধীতা করেছিল কিন্তু দেখা গেল এতে দেশের অর্থনীতি আরও বেড়েছে।
অর্থনীতি নিয়ে কেউ একমত হতে পারে না জানিয়ে মন্ত্রী বলেন, গত দুই বছর আমরা করোনার মধ্যে ছিলাম। তখন যদি সুদের হার নির্ধারণ করে না দিতাম তাহলে করোনাকালীন সময়ে একটি প্রতিষ্ঠানও টিকতো না। সুদের হার কমানোয় করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছি।
মুস্তফা কামাল বলেন, আমাকে যখন পরিকল্পনামন্ত্রী থেকে অর্থমন্ত্রী করা হয়, তখন আমি ব্যাংকের ওপর নজর দেই, বিশ্বাস স্থাপন করি। ব্যাংকগুলোকে বলেছি, নিজের পায়ে দাঁড়াতে, সরকারের অর্থসহায়তা যাতে নিতে না হয়। সে বিশ্বাস তারা রেখেছে, আমি ঠকিনি। গত তিন বছরে ঘাটতি কাটাতে সরকারের ফান্ড থেকে ব্যাংকগুলোকে কোন অর্থসহায়তা দেওয়া হয়নি।
তিনি বলেন, ব্যাংকিং ছাড়া একটি দেশের অর্থনীতি চলতে পারে না। আবার দেশের উন্নয়ন ছাড়া ব্যাংক চলতে পারে না। স্বাধীনতার পর একটি প্রদেশকে বঙ্গবন্ধু একটি দেশে রূপান্তরিত করেন। আমাদের নিয়ে অনেক অপমানজনক কথা বলা হতো। কিন্তু এখন বিশ্ব বলে বাংলাদেশে যাও তাদের দেখ, তাদের কাছ থেকে শিক্ষা নাও।
অর্থমন্ত্রী বলেন, তফসিলি ব্যাংকগুলোর ঋণের সুদহার ১২.৩ শতাংশ থেকে ৭.১ শতাংশের মধ্যে নিয়ে এসেছি। ঋণস্থিতি ১২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। কৃষিঋণ চারগুণ বেড়েছে, মোবাইল ব্যাংকিংয়ে যুক্ত হয়েছে ১১ কোটি ৪৪ লাখ মানুষ। আমরা সরকার নির্দেশিত কাজ গুলো চালিয়ে উন্নতি করছি। ২০৪১ সালে বিশ্বের জ্ঞান ভিত্তিক ২০টি দেশের একটি হবে বাংলাদেশ।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ ও ড. আতিউর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান প্রমুখ।