র্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ১৮ বছরে পা দিচ্ছে এলিট ফোর্স র্যাব। ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয় র্যাব। তবে এ বছর র্যাবের প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান হবে আগামী ২৯ মার্চ র্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে। ওই দিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে বলে জানিয়েছে র্যাব সদর দপ্তর।
২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে র্যাব আত্মপ্রকাশ করে। একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখে) রমনার বটমূলে নিরাপত্তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে মাঠে নামে র্যাব। ওই বছর ২১ জুন রাজধানীর উত্তরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে ধরার অভিযান চালানোর মধ্য দিয়ে এর পূর্ণাঙ্গ অপারেশন কার্যক্রম শুরু হয়।

অনলাইন ডেস্ক