পঞ্চগড়ে কোভিড-১৯ পরিস্থিতি বিশ্লেষণ বিষয়ক কর্মশালা
জেলা পর্যায়ে কোভিড-১৯ পরিস্থিতি বিশ্লেষণ বিষয়ক এক কর্মশালা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় গতকাল বুধবার পঞ্চগড় সদর ইউপি ভবনে ওই কর্মশালার আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। এমকেপি’র প্রোগ্রাম অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন এমকেপি’র রিসার্স অফিসার রাকিবা ইয়াসমিন, প্রকল্প ম্যানেজার সাদেকুল ইসলাম প্রমূখ। কর্মশালায় সরকারি-বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।