জিয়াউর রহমানই বঙ্গবন্ধুর আসল খুনি: প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসল খুনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ইনডেমিনিটি অডিন্যান্স যখন আমরা প্রত্যাহার করলাম, যখন মামলা করতে গেলাম আমি বললাম জিয়াউর রহমানের নামও থাকতে হবে। কারণ জিয়াউর রহমানই আসল খুনি। আমাকে এটাই বলা হয়েছিল যেহেতু সে এখন মৃত তাকে আসামি করে কোনো লাভ নেই।
বুধবার (০৬ এপ্রিল) ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদকে ধন্যবাদ দিতে জাতীয় সংসদে তোলা একটি সাধারণ প্রস্তাবের ওপর প্রধানমন্ত্রী বক্তব্য দেন। বঙ্গবন্ধুর খুনির বিষয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের বক্তব্যের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বিএনপি, তাদের অন্তরে পাকিস্তান। দলটির এমপির বক্তব্যে আবারও তাই প্রমাণ হলো।
এর আগে বিএনপির হারুন তার বক্তব্যে দাবি করেন- বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জিয়াউর রহমানকে নিয়ে অনুমাননির্ভর বক্তব্য দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যার বিচারে তার নাম আসেনি। তিনি এর ধারে-কাছেও ছিলেন না।
হারুনের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখনও, আজকের সংসদে বিএনপির একজন সংসদ সদস্য কী বললেন, সেটা দেখলেন! বুঝলেন তাদের মানসিকতা। এরা স্বাধীনতায় বিশ্বাস করে না। এদের অন্তরে এখনও সেই পেয়ারের পাকিস্তান রয়ে গেছে। পাকিস্তানের গোলামিটাই তারা পছন্দ করে। বিএনপির হারুন সাহেবের বক্তব্যে এটা প্রকাশ হলো না!
জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর খুনি বলা প্রসঙ্গে তিনি বলেন, খুনিকে কেন খুনি বলবে না। আমার কাছে ছবি আছে। ১৯৮৭ সালে খালেদা জিয়া এবং কর্নেল ফারুক কথা বলছেন, সেই ছবি আমার কাছে আছে। মাননীয় স্পিকার আপনার কাছে সেই ছবি পাঠিয়ে দিয়েছি। কর্নেল ফারুক আর রশিদের বিবিসির ইন্টারভিউতে আছে জিয়াউর রহমান তাদের সঙ্গে ছিল।
জয় বাংলা জাতীয় স্লোগানের স্বীকৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের আদেশে আমরা মন্ত্রিসভায় জয় বাংলা জাতীয় স্লোগানের সিদ্ধান্ত নিয়েছি। পরে সব জায়গায় এর নির্দেশনা পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রস্তাব। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।