সময়মতো ঋণ শোধ করায় বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না

অনেকে আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের পরিণতিও শ্রীলঙ্কার মতো হতে পারে- এমন আশঙ্কার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়মতো বৈদেশিক ঋণ পরিশোধ করা হয় বলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কখনো হবে না। আমাদের অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত।
বুধবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন।
সরকার প্রধান বলেন, বিদেশ থেকে বাংলাদেশ যত ঋণ নেয়, তা ঠিকমতো পরিশোধ করা হয়। বাংলাদেশ কখনো ডিফল্টার হয়নি। বাংলাদেশ একমাত্র দেশ, যে দেশ কোনদিন ঋণ পরিশোধে ডিফল্টার হয়নি, হবেও না। সেদিক থেকে আমাদের অর্থনীতির ভিত্তি অনেক মজবুত। সেটা আমি বলে রাখতে চাই। আমরা অত্যন্ত সতর্ক।
তিনি বলেন, করোনা মহামারিতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের বিভিন্ন দেশেই দ্রব্যমূল্য অনেক বেড়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল হিসেবে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তবে জনবান্ধব বর্তমান সরকার দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, টিসিবির বিক্রয় কার্যক্রম চলমান থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। সরকারের কার্যক্রমের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রয়েছে।