ডায়রিয়া রোগী ভর্তির হার ১০ বছরের রেকর্ড ছাড়িয়েছে

চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়া ও তীব্র ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ গত ১০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। শুধু চাঁদপুর নয়, আশপাশের জেলা থেকেও শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত নানা বয়সী রোগীর ভিড় বাড়ছে এই বিশেষায়িত হাসপাতালে। ফলে ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় শয্যার বাইরে মেঝেতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত রোগীদের সেবা দিতে ব্যস্ত সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এদিকে চট্টগ্রাম নগর ও জেলার বড় তিনটি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে গতকাল চিকিৎসাধীন ছিল ৭৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। এর মধ্যে ৪৫টি বা ৬০ শতাংশই শিশু। এ ছাড়া জেলার ১৫ উপজেলায় গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা পর্যন্ত) ১০৮ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়েছে ৫৫ জন। আক্রান্তদের বেশির ভাগ শিশু ও বয়স্ক।
চাঁদপুরের সিভিল সার্জন সাহাদাৎ হোসেন বলেন, গত এক সপ্তাহে প্রতিদিন শুধু ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালে ২৫ থেকে ৩০ জন রোগী ভর্তি হয়। তাদের সবার মধ্যে ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে। ডায়রিয়া এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি পান ও ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন সিভিল সার্জন।
চট্টগ্রামের পরিস্থিতি
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে গতকাল বিকেল ৩টার দিকে ২২ জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন ছিল। এর মধ্যে দুটি শিশু। অন্যরা বিভিন্ন বয়সের বলে কালের কণ্ঠকে জানান বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ। তিনি বলেন, ডায়রিয়ায় আক্রান্ত যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের অনেকের বমি, জ্বর ও পানিশূন্যতা বেশি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. জগদ্বীশ দাশ বলেন, ‘হাসপাতালের দুটি শিশু ওয়ার্ডে আজকে (গতকাল) ডায়রিয়ায় আক্রান্ত ১০ রোগী চিকিৎসাধীন। আগের দিন (মঙ্গলবার) ছিল সাতজন। রোগী কখনো বাড়ছে, কখনো কমছে। ’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গোলাম মোস্তফা জামাল জানান, গতকাল ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসাধীন ১১ জনের মধ্যে শিশু পাঁচটি এবং প্রাপ্তবয়স্ক ছয়জন (নারী চারজন, পুরুষ দুজন)।