যাদের জিডিপির চেয়ে ঋণ বেশি তারা বিপদে আছে

বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কা নেই জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যাদের জিডিপির তুলনায় ঋণ বেশি তারা বিপদে রয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বেশি শক্তিশালী।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, এখনো গোটা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। যাদের জিডিপির তুলনায় ঋণ বেশি তারা বিপদে আছে। আমাদের জিডিপি ঋণের তুলনায় বেশি। আমাদের অর্থনীতি অনেক ভালো এবং শক্তিশালী অবস্থানে আছে। সামনের দিনগুলোতে আরও ভালো অবস্থানে যাবে। আমরা সেদিকেই যাচ্ছি।
আমাদের অর্থনীতি ভালো অবস্থানে থাকলেও শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কা করা হচ্ছে কেন? জানতে চাইলে মন্ত্রী বলেন, যে কেউ আলোচনা করতে পারে। তবে এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমাদের রেভিনিউ বাড়ছে, রফতানি বাড়ছে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে রয়েছে তবুও শ্রীলঙ্কার মতো হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলার প্রয়োজন দেখছিনা।
তিনি বলেন, পদ্মাসেতু এ অর্থবছরের শেষের দিকে অর্থাৎ জুনে খুলে দেয়ার প্রত্যাশা করা হয়েছিল। আমরা এখনো প্রত্যাশা করছি এই সময়ের মধ্যেই খুলে দিতে পারব। তবে বর্তমান বিশ্ব অস্বাভাবিক একটি মূহুর্ত পার করছে। যুদ্ধের কারণে কোন দেশ কোন বিষয়ে কমিটমেন্ট করছে না। তবুও
আমরা আশা করছি এ বছরের মধ্যে পদ্মা সেতু খুলে দিতে পারব।
টোল আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়নি। তবে এখন পযর্ন্ত সেতু তৈরি করতে যত ব্যয় হয়েছে এবং সামনে যদি আরও ব্যয় হয় সেই টাকা টোলের মাধ্যমে আদায় করা হবে। আমরা টোল আদায় করে সেতু তৈরির মোট খরচের চেয়েও লাভ করতে পারব। বিশ্বের সব দেশ লাভ করে থাকে।