হিলিতে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ এলজিইডি'র বিরুদ্ধে
পুরাতন ৩নং ইটের খোয়া সহ নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কারের ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদপ্তরের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ পূর্বের নির্মাণাধীন সড়কটি সাড়ে তিন বছরে মধ্যে ভেঙে যায়, আবারও ঐসব পুরাতন সামগ্রী দিয়ে সড়কটির পুনরায় সংস্কার কাজ শুরু করেছে।
হিলির বোয়ালদাড় থেকে সরঞ্জাগাড়ি গ্রামের ২ কিলোমিটার সড়কটিতে গিয়ে দেখা যায়, গত সাড়ে তিন বছর আগে এই সড়কটি নির্মাণ করে এলজিইডি। নির্মাণের পর থেকেই সড়কটি ভাঙতে শুরু করে এবং অল্প দিনের মধ্যে সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে উঠে।
সড়কটির আবারও সংস্কারের কাজে হাত দিয়েছে এলজিইডি। তবে নতুন কোন সামগ্রী দিয়ে নয়, পুরানো সামগ্রী দিয়ে এসব কাজ করছেন তারা। আগের থাকা ৩নং ইটের খোয়া ও সামগ্রীগুলো আবার রোলার দিয়ে সমান করা হচ্ছে। এছাড়াও সড়কটির অনেক জায়গায় মাটির প্রলেপও দেখা যায়। তার উপর পাথর পিচ দিয়ে ঢালায় দেওয়া হবে। কিন্তু এখানের বিভিন্ন পাথর কুচি আর বালু মিশ্রনেও অনিয়মের অভিযোগ করছে এলাকাবাসী।
একজন ভ্যানচালক আজিজুল হক বলেন, এই রাস্তাটি ৩ থেকে সাড়ে ৩ বছর আগে হয়েছিলো। কিছুদিন যেতে না যেতে নষ্ট হয়ে গেছে সড়কটি। আবার নতুন করে ঠিক করছে। কিন্তু রাস্তার আগের সব জিনিসপাতি দিয়েয় কাজ করছেন তারা। এভাবে করলে রাস্তাটা কয়দিন টিকবে?
স্থানীয় মোকারম হোসেন বলেন, ঠিকাদার, কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়াররা সেন্ডিকেটে কাজ করেন। কাজের ভুল ধরতে গেলে বলেন কাজ বন্ধ করে দিবো, আমরা ভয়ে কিছু বলতে পারি না। রাস্তা ঠিক না করে দিলে আমরা চলবো কি ভাবে?
কয়েকজন স্থানীয় পথচারী বলেন, আগের খারাপ রাস্তাটি আবারও ভেঙে কয়েক মাস ধরে ফেলে রেখেছে। আমাদের চলাফেরা খুব কষ্ট হয়েছিলো। আজ আবার দেখি আগের মাল-মসলা দিয়ে কাজ হচ্ছে। এই রকম নর্মাল কাজ করলে রাস্তাটি ক'দিন পর আবার নষ্ট হয়ে যাবে। আমরা সরকারের নিকট আকুল আবেদন রাস্তাটির কাজ যেন ভাল হয়। আমরা এলাকাবাসী একটু সুখে-শান্তিতে চলাচল করতে পারি।
উপজেলার ২ নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের সরঞ্জাগাড়ি গ্রামে যাওয়ার রাস্তাটির কাজ এলজিইডি করছে। আমি আশা করছি স্টীমেট অনুযায়ী কাজ করবেন তারা। ইউনিয়নবাসী যাতে ভালভাবে যাতায়াত করতে পারে আমি সেটায় চাই।
হাকিমপুর (হিলি) উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, আমরা স্টীমেট অনুযায়ী পুরাতন সড়কটি লাঙল দিচ্ছি এবং তা রোলার দিয়ে সমান করছি। কিছু স্থানে নতুন খোয়া দেওয়া হবে, তারপর পিচ-পাথর দিয়ে ঢালায় করা হবে। পাথর বালু মিশ্রণে আমাদের কোন অনিয়ম হয়নি।