দলীয় শৃঙ্খলা ভঙ্গ: জবাব দিলেন বিএনপির শওকত-ফারুক
দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ করা হয়েছিল তার জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ ও কৃষিবিষয়ক সহ-সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক।
সোমবার (১১ এপ্রিল) কারণ দর্শানোর নোটিশের জবাব দেন তারা। শওকত মাহমুদের ব্যক্তিগত সহকারী আবদুল মোমিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্যারকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের হাতে পৌঁছে দিয়েছি। জবাবে এক পৃষ্ঠায় শওকত মাহমুদ তার বক্তব্য উপস্থাপন করেছেন।
একই দিনে চৌধুরী আব্দুল্লাহ আল ফারুকও এক পৃষ্ঠায় শোকজের জবাব দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ৬ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একইসঙ্গে পাঁচ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়।
গত ২৭ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘পেশাজীবী সমাজ’র ব্যানারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক সমাবেশকে কেন্দ্র করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের স্বাক্ষরে শওকত মাহমুদকে এই নোটিশ দেওয়া হয়েছিল।
এর আগেও ২০১৯ সালে ১৩ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি সমাবেশকে কেন্দ্র করে তাকে এবং আরেক ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে ওই নোটিশ দেওয়া হয়। তবে তারা শোকজের জবাব দেওয়ার পর তা সুরাহা হয়ে যায়।