ঈদে ট্রেনে নারী-প্রতিবন্ধীদের জন্য প্রথমবারের মতো আলাদা কামড়া

বাংলাদেশে ঈদের বিশেষ ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য প্রথমবারের মতো আলাদা কামড়া সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অবশ্য সকল কামড়াতেই সাধারণ সময়ের মতো নারী যাত্রীরা রেলভ্রমণ করতে পারবেন। ঈদে রেলের টিকিট ব্যবস্থাপনা বিষয় জানাতে বুধবার রেলভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
ঈদে ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৬৬৩। এর বাইরে অতিরিক্ত আরও দেড় হাজার টিকিট বিক্রি করা হবে। তাতে টিকিটের মোট সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ৬৩।
এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, এবারের ঈদে ৬ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। চাঁদপুর স্পেশাল-১ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামে চলাচল করবে ২৯ এপ্রির থেকে ৪ মে পর্যন্ত এবং ৪-৮ মে পর্যন্ত। চট্টগ্রাম দেওয়ানগঞ্জ স্পেশাল, খুলনায় স্পেশাল পরিচালনা করা হবে মৈকত্রী রেক দিয়ে। শোলাকিয়া-১ বৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার ঈদের দিন চলাচল করবে। শোলাকিয়া-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিং এবং ঈদের দিন চলবে।
ঈদ উপলক্ষ্যে সকল আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল করা হয়েছে। ঈদের পরে যথারীতি তা বলবৎ থাকবে। টিকিট সংগ্রহে অবশ্যই লাগবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে চারজনেরই এনআইডি কার্ড প্রয়োজন হবে।
ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। ২৭ এপ্রিল থেকে ঈদযাত্রা শুরু হবে। ২৪ এপ্রিলের টিকেট দিয়ে ২৮ এপ্রিল, ২৫ এপ্রিলের টিকিট দিয়ে ২৯ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট দিয়ে ৩০ এপ্রির এবং ২৭ এপ্রিলের টিকিট দিয়ে ১ মে ভ্রমণ করতে পারবেন। ফিরতি যাত্রায় ১ মে’র টিকিট দিয়ে ৫ মে, ২ মের টিকিট দিয়ে মে, ৩ মে’র টিকিট দিয়ে ৭ মে এবং ৪ মে’র টিকিট দিয়ে ৮ মে ভ্রমণ করা যাবে।
রেলওয়ের পূর্ব-পশ্চিম জোনে ২১৮টি ইঞ্জিন যুক্ত থাকবে। যার মধ্যে পূর্বঞ্চলে ১১৬টি এবং পশ্চিমাঞ্চলে ১০২টি।
এবারে যাত্রীদের সুবিধার জন্য ঈদ টিকিট বিক্রির বিন্যাস ঘটানো হয়েছে। রেলমন্ত্রী বলেন, ঢাকার কমলাপুর থেকে সমগ্র পশ্চিমাঞ্চলগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হবে। তাছাড়া চট্টগ্রাম মুখী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে, তেজগাঁও স্টেশন থেকে ময়মনসিংহ জামালপুর, দেওয়ানগঞ্জসহ সকল আন্তঃনগর ট্রেন টিকেট বিক্রি হবে। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বিক্রি হবে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেন এবং ঢাকার ফুলবাড়িয়া স্টেশন সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে।
জয়দেবপুর-ময়মনসিংহ চট্টগ্রাম-খুলনাসহ বড় বড় স্টেশনের জিআরপি আনসার জিপিআরপি, বিজিবি, র্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিট কালোবাজারী প্রতিরোধের সার্বক্ষণিক ব্যবস্থা থাকবে। ভ্রাম্যমান আদালত চলবে জেলা প্রশাসকের তদারকিতে।
স্টেশনে ও রেললাইনে নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, বিজিবি এবং রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার জন্য ঈদের তিন দিন আগে কনটেইনার ও জ্বালানি তেল পরিবহন ছাড়া সকল প্রকারের পণ্যবাহী ট্রেন বন্ধ থাকবে।
ঢাকা বিমানবন্দর জয়দেবপুর সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা মোকাবেলায় কর্মকর্তা নিয়োগ করা হবে।