রণক্ষেত্র নিউমার্কেট এলাকা, তীব্র যানজটের কবলে রাজধানী

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষে বন্ধ রয়েছে মিরপুর সড়ক। ফলে তীব্র যানজটের কবলে পড়েছে রাজধানীবাসী। সকাল থেকে যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় কাটছে কর্মস্থলে বের হওযা মানুষের। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কে শত শত যানবাহন আটকে আছে।
রাজধানীর শাহবাগ, গ্রিন রোড, পান্থপথ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, আসাদগেট, মহাখালী-এসব এলাকায় তীব্র যানজট দেখা গেছে। দীর্ঘক্ষণ যানজটে বসে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রীরা। অনেকে উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা দিয়েছেন।
এর আগে সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাতে সংঘর্ষ থামলেও মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর সোয়া ১০টার দিকে আবারও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।
বেলা গড়াতেই সংঘর্ষ রণক্ষেত্রে রূপ। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুরো রাজধানীতে এর প্রভাব পড়ে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে টিয়াসেল ও রাবারবুলেট নিক্ষেপ করতে দেখা গেছে।
ট্রাফিকের রমনা জোনের পুলিশ সুপার (এসপি) রেফাতুল ইসলাম বলেন, এই সংঘর্ষের কারণে বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে মিরপুর সড়কে যানজট বেশি। অন্য সড়কগুলোতে ডাইভারশন করা হয়েছে।