নিউমার্কেট এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ

ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনা পাওয়ার পর মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল থেকে এই সেবা বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোবাইল ফোন অপারেটরের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পরই নিউমার্কেট এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাতে সংঘর্ষ থামলেও মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এরপর সোয়া ১০টার দিকে আবারও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নিউমার্কেটের সকল দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। বেলা গড়াতেই সংঘর্ষ রণক্ষেত্রে রূপ।