নিউমার্কেটে খুলেছে দোকানপাট
নিউমার্কেটের ব্যাবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতিতে টানা দুদিন বন্ধ থাকার পর খুলেছে রাজধানীর নিউমার্কেটের বেশিরভাগ দোকানপাট। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তায় রয়েছে পুলিশ। রাখা হয়েছে সাঁজোয়া যান। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে কেউ কথা বলতে চায়নি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর ১২ টায় সরেজমিনে নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা গেছে, অনেক ব্যবসায়ী দোকান খুলেছেন। অনেকে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে নতুন করে আবার কোনো উত্তেজনা তৈরি হয় কি না, এ নিয়ে অনেকের মধ্যে শঙ্কা ও রয়েছে।
নিউমার্কেটের কাপড় ব্যাবসায়ী মিজান বার্তা২৪.কমকে বলেন, 'সকাল থেকে বসে আছি, দোকান খুললে আবার নতুন করে কোন উত্তেজনা তৈরি হয় কিনা সেই শঙ্কায় ও আছি। আমরা তো কোন সংঘর্ষ চাই না, আমরা শান্তিতে ব্যাবসা করতে চাই। শুনেছি শিক্ষার্থীরা কিছু দাবি জানিয়েছে, ব্যবসায়ীরা সেই দাবি মেনেও নিয়েছে।'
আরেক ব্যবসায়ী সাজিদ বলেন, 'আমরা ব্যবসায়ীরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। ঈদ ঘিরে ব্যবসাটা ভালোভাবে করতে চাই। ঈদের বাজার তারমধ্যে গত ২ দিনে শতশত কোটি টাকা লোকসানে। আমরা নতুন করে কোন সংঘাত চাই না।'
ফুটপাতে ব্যাগ বিক্রি করেন আব্দুল্লাহ তিনি জানান, 'সকালে দোকান খুলেছি এখনো কোন ক্রেতা নেই। এমনিতেই গত ২ বছরে অনেক লস হয়েছে। তার মধ্যে এবারও যদি এই অবস্থা হয় তাহলে আমরা না খেয়ে মরতে হবে।'
উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) রাতে শুরু হওয়া ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার দিনভর রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। ব্যবসায়ী-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান দোকান কর্মচারী মো. মুরসালিন (২৪)। এর আগে মঙ্গলবার রাতে নাহিদ (১৮) নামে এক কুরিয়ার সার্ভিস কর্মীর ঢামেক হাসপাতালে মারা যান।