আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেন বলে আশা তথ্যমন্ত্রীর

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপি ২০১৪ সাকের নির্বাচনে অংশ গ্রহণ করেন নাই,২০১৮ সালে নির্বাচনের ট্রেনের পা দানিতে চড়ে অংশ গ্রহণ করেছিল,আশা করব বিএনপি আগামী নির্বাচনে সরাসরি অংশ গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান এই মুজিব নগর সরকারের অধিনে চার শত টাকা বেতনে চাকুরী করেছিলেন। স্কুলের হেড মাস্টারের কাজ দপ্তরি করলে আমার কিছু বলার থাকে না।স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে প্রথমে জিয়াউর রহমান ভূল পাঠ করলে পরে আবার সংশোধন করে দেওয়া হয়।এমনকি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা মাইকে মাইকে ঘোষণা করা হয়। নুরুল হক এই মাইকিন করেন চট্রগ্রাম শহরে।
ইতিহাস কে যারা বিকৃত করেন তাদের বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, জার্মান রাষ্ট্রদূত যেটি বলেন নাই,সেটি বিকৃত করে কথা বলেছেন বিএনপি নেতারা ।
তিনি বলেন, বিএনপি এই ভাবেই ইতিহাস কে বিকৃত করেছেন।