'প্রধান বিচারপতি পদক' প্রচলনে নীতিমালা ও কর্মকর্তা বাছাইয়ে কমিটি
সম্প্রতি এক অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তা মানে অধস্তন আদালতের বিচারকদের সততা, মেধা-যোগ্যতা ও কাজের স্বীকৃতি দিতে ‘প্রধান বিচারপতি পদক’ প্রচলনের আশ্বাস দিয়েছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সে আশ্বাস বাস্তবায়নে এবার তিনি একটি কমিটি গঠন করে দিয়েছেন।
কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে। আর হাইকোর্টের পাঁচ বিচারপতিকে করা হয়েছে কমিটির সদস্য।
তারা হলেন বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. আখতারুজ্জামান। এ কমিটি ‘প্রধান বিচারপতি পদক’ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের পাশাপাশি পদকের জন্য ব্যক্তি বাছাইয়ের কাজও করবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘প্রধান বিচারপতি পদক’ বিষয়ক নীতিমালা প্রণয়নসহ বাছাই কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমন্বয়ে জাজেস কমিটি গঠিত হয়েছে। কমিটি নীতিমালা প্রণয়নসহ বাছাই কার্যক্রম পরিচালনা করবেন। ’
গত ৩ এপ্রিল এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচার বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে বলেছিলেন, ‘অসৎ কর্মকর্তাদের’ শনাক্ত করা হবে। সে অনুষ্ঠানেই ভালো কাজের স্বীকৃতি দিতে প্রতি বছর ‘প্রধান বিচারপতি’ পদক প্রচলনের আশ্বাস দেন হাসান ফয়েজ সিদ্দিকী।