রানা প্লাজার নিহত শ্রমিকদের প্রতি ফুলেল শ্রদ্ধা

বহুল আলোচিত রানা প্লাজা ধসের ৯ বছর পূর্তি উপলক্ষে ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ ভবন ধসের ঘটনায় আহত শ্রমিক ও নিহতের স্বজনেরা।
রবিবার (২৪ এপ্রিল) সকাল থেকে সাভার বাজার স্ট্যান্ডসংলগ্ন ধসে পড়া রানা প্লাজার সামনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা জানান তারা।
এ সময় শ্রদ্ধা জানাতে আসা নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকরা ভবন মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। পাশাপাশি অনেক শ্রমিকই অভিযোগ করেন, এখনো তাদের করা হয়নি পুনর্বাসন।
সেই সাথে নিহত শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকদের অনেকেই দাবি করেন, ৯ বছর অতিবাহিত হতে চললেও এখনো তারা পাননি পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ।
এদিকে, ৯ বছর পূর্তিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ধসে পড়া রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।