কলাবাগান থানার জন্য ভিন্ন স্থান দেখতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানী কলাবাগানের তেঁতুলতলা মাঠ বাদ দিয়ে থানা ভবন নির্মাণের জন্য ভিন্ন স্থান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার (২৫ এপ্রিল) তেজগাঁও বিজ্ঞান কলেজে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রোববার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্না ও তার ছেলেকে থানায় নিয়ে যায় পুলিশ। এদিন সকালে সৈয়দা রত্না মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে ফেসবুকে লাইভ করছিলেন। লাইভ করার সময় বেলা ১১টার দিকে তাদেরকে আটক করা হয়েছিল। পরে আটকের ১২ ঘণ্টা পর রোববার মধ্যরাতে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, নির্মাণকাজে বাধা ও ঠিকাদারকে ধাক্কা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। তবে এলাকাবাসী বলছে, তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদে জোরালো ভূমিকা নেওয়ার কারণে সৈয়দা রত্না ও তার ছেলে পিয়াংসুকে আটক করে পুলিশ।
কলাবাগান এলাকার খোলা একটি জায়গা তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। শিশুদের খেলাধুলার পাশাপাশি সেখানে ঈদ নামাজ, জানাজাসহ বিভিন্ন সামাজিক আয়োজন হয়। স্থানীয় লোকজন জায়গাটি মাঠ হিসেবেই ব্যবহার করে আসছেন এতদিন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, থানার জন্য বিকল্প ব্যবস্থা না হলে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠের বিষয়ে মেয়রের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।