আট লাখের বেশি ছিন্নমূল মানুষকে ঘর দেয়া হবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। সবাইকে পুনর্বাসন করা হবে। সেই লক্ষ্যেই কাজ চলছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী সকাল ১১ টায় এসব ঘর হস্তান্তররে জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেখেছি দেশে আট লাখের বেশি মানুষ রয়েছে যাদের ঘর নেই। আমরা তাদের জন্য ঘরের ব্যবস্থা করছি। যেসব এলাকায় সরকারের খাসজমি নেই সেসব জায়গায় জমি কিনে আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। এজন্য আমাদের একটি তহবিল ও গঠন করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, একটা ঘর পেলে মানুষের সব কিছু পেয়ে যায়। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে অনেক বেদখল জমি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ জন্য প্রকল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আজকে ঈদের আগে আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ জনকে ঘর উপহার দিচ্ছি। আমি বলবো, এটা ঈদ উপহার।
প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে একটি পরিবারও গৃহহীন ও ভূমিহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকে যাদের নিজস্ব জমি নেই, ঘর নেই তাদের জমি ও ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ প্রকল্প-২ অধীনে এই বাড়ি নির্মাণ করা হচ্ছে।