র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি ভারত যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৪৫ লাখ ভারতীয় জনগণও যুক্তরাষ্ট্র সরকারকে বলেছে। তারা এটি করেছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে। তিনি বলেন, র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসছেন। তিনি একটি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন। বিশেষ বার্তাটির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি একটি বিশেষ বার্তা দেবেন। তবে কী বার্তা নিয়ে আসবেন এখনো আমরা জানি না।