ঈদযাত্রার শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়

নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে ঈদুল ফিতর উপলক্ষে কমলাপুর স্টেশন থেকে ট্রেনে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কিন্তু ঈদযাত্রার প্রথম দিনই ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। নির্ধারিত সময়ে ছাড়েনি ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, আজ ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বে পড়ে। পরে আধা ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৬টায় ট্রেন ছাড়ার সময় নির্ধারণ হলেও ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় সকাল ৬টা ৫৫ মিনিটে। তবে এর আগেই সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের স্টেশন ছাড়ার মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হয় ঈদযাত্রা।
এদিকে, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। ডাবল লাইন না হলে কোনোভাবেই শিডিউল বিপর্যয় ঠেকানো যাবে না।
ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছেন আজওয়াদ রহমান। তিনি বলেন, আমি রাজশাহী যাবো। আমার সঙ্গে পরিবারের সবাই যাচ্ছে । কিন্তু টিকিট পেতে যথেষ্ট কষ্ট হয়েছে। প্রায় ১৮ ঘণ্টা লাইনে থেকে টিকিট পেয়েছিলাম। কিন্তু প্রথম দিনই দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।
মো. রাকিব নামে এক যাত্রী বলেন, ভোরের ট্রেন ধরতে সেহরি খেয়েই স্টেশনে ছুটে এসেছি, কিন্তু এখনও কোন খবর নেই। গরমের মধ্যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এভাবে বসে থাকা যায়?
রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চলবে। এগুলো হচ্ছে- চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।