প্রকাশিত : ১ মে, ২০২২ ১৭:৩৭

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা

অনলাইন ডেস্ক
নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা

দুই মাস বন্ধ থাকার পর শনিবার মধ্যরাত থেকে মাছ শিকার শুরু করেছে জেলেরা। ইলিশসহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার মার্চ-এপ্রিল দুই মাস দেশের পাঁচটি অভয়াশ্রমে সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছিল, যার মেয়াদ শেষ হয়েছে ৩০ এপ্রিল রাত ১২টার পর।

এতে জেলেপাড়ায় অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণে অন্যান্য স্থানের মতো চাঁদপুরের মতলব উত্তর ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় দুই মাস জাটকাসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। যার ফলে জেলেরা কর্মহীন হয়ে পড়ায় নিবন্ধিত ৪৪ হাজার ৩৫ জন জেলেকে মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেয় সরকার।

চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার, হরিণা, বহরিয়া, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, জেলেদের নৌকা মেরামতের পরে গত মধ্যরাত ও রোববার সকালে সবাই নদীতে নেমে গেছে মাছ ধরতে।

ইলিশ ধরার জন্য নৌকা ও চান্দি জাল নিয়ে প্রস্তুত চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার এলাকার মোস্তফা বেপারী। তিনি জানান, চাঁদপুর নৌ সীমানায় ইলিশ না পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আমরা ভোলা জেলার দৌলত খাঁ এলাকায় বেশির ভাগ সময় ইলিশ ধরতে যাই। যারা নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল প্রশাসন। অন্যান্য বছর আটককৃতরা অধিকাংশই ছিল অন্য জেলার। এ বছর আটককৃতদের বেশির ভাগই ছিল চাঁদপুর জেলার।

জেলে সাইফুল ফরাজি বলেন, গত দুই মাস আমাদের অনেক কষ্টে জীবন যাপন করতে হয়েছে। সরকার চালসহ আমাদেরকে যে প্রণোদনা দেওয়ার কথা ছিল তার কিছুই আমরা পাইনি। এখন মাছ ধরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। যদি মাছ ঠিকঠাক মতো পাই তাহলে ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারবো।

প্রবীণ জেলে ইমান হোসেন বেপারী বলেন, পদ্মা-মেঘনা নদীতে অনেক চর জেগেছে। নদীর নাব্য সংকটের কারণে ইলিশের বিচরণ কমে যাচ্ছে। অন্যান্য প্রজাতির মাছ ধরা পড়লেও বড় ইলিশ ধরা পড়ছে না। তারপরও দুই মাস বেকার থাকার পর জীবন-জীবিকার তাগিদে আজ থেকে আবারও নদীতে নেমেছি।

চাঁদপুর জেলার মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, জাটকা সংরক্ষণে প্রায় দুই মাস চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুরসহ দেশের পাঁচটি স্থানে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এবারের নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর হওয়ায় এ বছর অন্যান্য বছরের তুলনায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পেতে পারে। জেলেদের সহায়তার সরকারি চাল যথা সময়ে তারা পেয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

উপরে