প্রকাশিত : ৫ মে, ২০২২ ২১:৩০

শ্রীলঙ্কায় জরুরি ওষুধ উপহার পাঠাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কায় জরুরি ওষুধ উপহার পাঠাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। দেশটিতে ২০ কোটি টাকার ওষুধ সহায়তা পাঠানোর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার (৫ মে) দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান পাপন ও ঢাকায়  শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নে।

এ সময় পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (সচিব পূর্ব) মাশফি বিনতে শামস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে