ঘূর্ণিঝড় অশনি'র প্রভাবে মোংলায় বৃষ্টির সঙ্গে বইছে বাতাস
ঘূর্ণিঝড় অশনি'র প্রভাবে মঙ্গলবার (১০ মে) সকাল থেকেই মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত ও বাতাস শুরু হয়েছে। মোংলা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত এখনও বলবৎ রয়েছে। তবে, বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পরিস্থিতি কোন রকম খারাপ হলে করণীয় সকল প্রস্তুতিও নিয়ে রেখেছেন উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও বনবিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সম্ভাব্য পরিস্থিতিতে ১০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, এ বিভাগের ৪৩টি রেঞ্জ, স্টেশন ও ক্যাম্পগুলোকে সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে দুর্বল স্থাপনা ছেড়ে আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য মূল্যবান মালামাল ও কাগজপত্র নিয়ে বনবিভাগেরই পার্শ্ববর্তী বহুতল পাকা ভবনে উঠার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে অশনি'র প্রভাবে সোমবার পশুর নদীতে জোয়ারের পানি না বাড়লেও মঙ্গলবার স্বাভাবিকের তুলনায় তা বাড়বে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডর প্রকৌশলী আব্দুল আলিম।