প্রকাশিত : ১৮ মে, ২০২২ ১৫:২২

মাইলফলকের ম্যাচে মুশফিকের অষ্টম শতক

অনলাইন ডেস্ক
মাইলফলকের ম্যাচে মুশফিকের অষ্টম শতক
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ব্যক্তিগত ৬৮তম রানটি নেওয়ার পথে এই কীর্তি গড়েন তিনি। সেখানেই থামেননি মুশি, নিজের ইনিংসটাকে নিয়ে যান তিন অংকের ঘরে। টেস্ট ক্যারিয়ারে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি।

২৭২ বলে ১০২ রানে ব্যাট করছেন মুশফিক। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ এরই মধ্যে ৬ উইকেটে ৪৩৩ রান করে ফেলেছে। এই মুহূর্তে টাইগারদের লিড ৩৬ রানের, হাতে রয়েছে আরো ৪টি উইকেট।

এর আগে, ৩ উইকেটে ৩১৮ রান নিয়ে আজকের খেলা শুরু করে বাংলাদেশ। লাঞ্চের আগে টাইগাররা কোনো উইকেট না হারালেও লাঞ্চের পর প্রথম বলেই লিটনকে উইকেটরক্ষক ডিকভেলার ক্যাচ বানান কানকাশন সাব কাসুন রাজিথা। ১২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় লিটনের।

এরপর মাঠে নামেন গতকাল রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল। তবে ১৩৩ রানের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি তিনি, বোল্ড হয়ে গেছেন ওই রাজিথার বলে।  ২৬ রান করে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান।

উপরে