প্রকাশিত : ২১ মে, ২০২২ ১৮:৩১

শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩টি খেলা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩টি খেলা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট এর ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় ১ম খেলায় অংশ গ্রহন করে মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ একাদশ বনাম শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ একাদশ। নির্ধারিত সময়ে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে জয় লাভ করে। বিকাল ৩টায় ২য় খেলায় মোকামতলা ইউনিয়ন পরিষদ বনাম বিহার ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করেন নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংশিত থাকায় ট্রাইবেকারে ৫-৪ গোলে বিহার ইউনিয়ন জয় লাভ করে। ৩য় খেলা বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। খেলায় রায়নগর ইউনিয়ন পরিষদ একাদশ  বনাম বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে ১-১ গোলে অমিমাংশিত থাকলে ট্রাইবেকারে রায়নগর ইউনিয়ন পরিষদ ৩-০  গোলে জয় লাভ করে।

খেলাগুলো উপভোগ করেন রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব সবুজ, শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, মেডিকেল স্বাস্থ্য সুরক্ষা দায়িত্ব ছিলেন আবাসিক মেডিকেল অফিসার এসকে রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, প্রধান শিক্ষক আতাউর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, টুর্নামেন্ট পরিচালনায় সহযোগিতা করেন শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক শাহাবুদ্দিন শিবলী, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারি আনোয়ার হোসেন। খেলা পরিচালনা করেন জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সহকারি ছিলেন ফজলে রাব্বী ও বিপ্লব মোহন্ত। ধারা বিবরণীতে ছিলেন মোকামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক সুনামধন্য ধারাভাষ্যকার মুসা মিয়া।  

 

উপরে