প্রকাশিত : ২৮ মে, ২০২২ ১৪:৩৬

৩০ মে হচ্ছে না ঢাকা-দিল্লি বৈঠক

অনলাইন ডেস্ক
৩০ মে হচ্ছে না ঢাকা-দিল্লি বৈঠক

বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘যৌথ কনসালটেটিভ কমিশন’ (জেসিসি) বৈঠক আগামী ৩০ মে হচ্ছে না।

শনিবার (২৮ মে) আসামে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়েছে।

আরও সময় নিয়ে বৈঠকের প্রস্তুতি নিতে চায় দুই দেশ। তবে, শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এদিকে, আসামের গুয়াহাটির রেডিসন হোটেলে শুরু হয়েছে এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভ বা নদী সম্মেলন। স্থানীয় সময় শনিবার (২৮ মে) সকাল পৌনে দশটায় দু'দিনের আন্তর্জাতিক এ সম্মেলন উদ্ধোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সরকার, কূটনৈতিক সম্প্রদায়, বিজ্ঞানী, করপোরেট, সুশীল সমাজ এবং নদীতে বসবাসকারী বিভিন্ন বৈচিত্র্যময় সম্প্রদায়ের মতো নানা পর্যায়ের সুবিধাভোগীরা এতে উপস্থিত থাকবেন।

নদী সম্মেলনে-যোগাযোগ, সংস্কৃতি, বাণিজ্য, সংরক্ষণ এবং গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকায় সহযোগিতার ওপর জোর দেওয়ার পাশাপাশি নদীর পানি বণ্টনের বিষয়ে আলোচনা হবে।

উপরে