প্রকাশিত : ২ জুন, ২০২২ ১৪:০০

দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো জানালেন বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
দেশের ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে মাত্র তিন কোটি মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। আর সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের ১৭ কোটি মানুষ থেকে যদি তিন কোটি মানুষকে বাদ দেয়, তাহলে ১৪ কোটি থাকে, তাদের মধ্যে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা পশ্চিমা বিশ্বের মতো। দরিদ্র শ্রেণির তিন কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করে যাচ্ছি। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেটা আপনারাও জানেন।

তিনি বলেন, আমাদের দেখা দরকার সাধারণ মানুষ সঠিক দামে পণ্য কিনতে পারছেন কি না। ক্রয়ক্ষমতার দুটি দিক রয়েছে, একটি হলো—যারা উৎপাদনকারী ও যারা ভোক্তা। যদি এমন একটি পর্যায়ে নিয়ে যাই যে, উৎপাদনকারী আর ইন্টারেস্ট পাচ্ছে না। তাহলে কিন্তু প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, আমাদের দেখতে হবে উৎপাদন খরচ, প্রফিট, মার্জিন কতটা থাকা উচিত। সামঞ্জস্যপূর্ণ দামের ক্ষেত্রে যেন কোনোভাবে বড় ধরনের পার্থক্য না থাকে। এটা দেখার জন্য খাদ্য মন্ত্রণালয় যেভাবে সাহায্য চাইবে, আমরা সাহায্য করবো।

উপরে