প্রকাশিত : ৪ জুন, ২০২২ ২৩:২৫

আলো জ্বলল পদ্মা সেতুতে

অনলাইন ডেস্ক
আলো জ্বলল পদ্মা সেতুতে

পরীক্ষামূলকভাবে পদ্মা সেতুর ল্যাম্পপোস্ট প্রজ্বলিত করা হয়েছে। আজ শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর ১২ নম্বর স্প্যানের ল্যাম্পপোস্টগুলো প্রজ্বালন করা হয়।

কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেছেন, ৫টা ৩৫ মিনিটের দিকে মূল সেতুর ২ ও ৩ নম্বর মডিউলের ১২-১৯ নম্বর পিলারের ছয়টি বাতি জ্বালানো হয়।

পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট রয়েছে ৪১৫টি।

এ ছাড়া সংযোগ সড়কে বসেছে ২০০টি ল্যাম্পপোস্ট। এসব ল্যাম্পপোস্টে বসে গেছে বৈদ্যুতিক বাতি। শেষ মুহূর্তে এখন চলছে বৈদ্যুতিক তার সংযোগের কাজ। সেতুর দুই প্রান্তের সাবস্টেশন থেকে এসব ল্যাম্পপোস্টে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ।

পদ্মা সেতুকে যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করতে শেষ মুহূর্তে চলছে রোড মার্কিংয়ের কাজ। সব কিছু ঠিক থাকলে ১৫ জুনের মধ্যে শতভাগ কাজ শেষ হবে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু ৷ সেদিন সকাল ১০টায় সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ 

পদ্মা নদীর বুকে নিজস্ব অর্থায়নে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ ২০১৫ সালের ডিসেম্বরে উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা ৷

উপরে