প্রকাশিত : ৫ জুন, ২০২২ ১২:৪৯

সীতাকুণ্ড ট্র্যাজেডি: মার্কিন দূতাবাসের সমবেদনা

অনলাইন ডেস্ক
সীতাকুণ্ড ট্র্যাজেডি: মার্কিন দূতাবাসের সমবেদনা

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করছে ঢাকার মার্কিন দূতাবাস।  

আজ রবিবার (৫ জুন) এক ফেসবুক বার্তায় এ সমবেদনা প্রকাশ করা হয়। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে।

এর আগে গতকাল শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত।  

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে আমদানিকৃত একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে।

উপরে