প্রকাশিত : ৯ জুন, ২০২২ ২০:৩৯

মাথাপিছু আয় ৩০০৭ ডলারের লক্ষ্যমাত্রা

অনলাইন ডেস্ক
মাথাপিছু আয় ৩০০৭ ডলারের লক্ষ্যমাত্রা

আগামী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ধরা হয়েছে ৩ হাজার ৭ ডলার। চলতি অর্থবছরে যা ছিল ২ হাজার ৮২৪ ডলার।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশকালে এ লক্ষ্যের কথা জানান।

২০০৫-২০০৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার, যা বেড়ে ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৮২৪ ডলার হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছরের আগস্টে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার ছুঁয়েছে। ২০০৫-২০০৬ অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য দশমিক ৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

বাজেট পেশকালে অর্থমন্ত্রী বলেন, ২০০৯ থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ পার করছে অভাবনীয় এক সোনালি অধ্যায়। বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়ন স্বপ্নদ্রষ্টা।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে এ বাজেটে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এবারের বাজেটে আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটের নাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’।

উপরে