প্রকাশিত : ১৬ জুন, ২০২২ ১৯:৩৫

দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

অনলাইন ডেস্ক
দেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

পদোন্নতি পেয়ে অর্থ বিভাগের সিনিয়র সচিব হলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। আজ বৃহস্পতিবার আলাদা দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। তিনি দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন।

ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

আগামী ১১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। অপর এক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করা হয়েছে।

ফাতিমা ইয়াসমিন ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে যোগদান করেন। তিনি ইআরডিরও প্রথম নারী সচিব ছিলেন।

উপরে