প্রকাশিত : ১৮ জুন, ২০২২ ১৪:৪৭

সিলেটে উদ্ধারকাজে নৌবাহিনী

অনলাইন ডেস্ক
সিলেটে উদ্ধারকাজে নৌবাহিনী

বন্যাদুর্গত সিলেটে পানিবন্দি মানুষকে উদ্ধারে সেনাবাহিনীর পর কাজ শুরু করেছে নৌবাহিনীও। আজ শনিবার সকাল থেকে নৌবাহিনীর ৩৫ সদস্য দুটি দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন। এ ছাড়া দুপুরে কোস্ট গার্ডের দুটি ক্রোজ এসে পৌঁছার কথা রয়েছে। আজ শনিবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধারকাজে অংশ নিতে বিকেলের মধ্যে নৌবাহিনীর ৬০ জনের আরেকটি দল আসছে। তাদের একটি সুনামগঞ্জে, আরেকটি সিলেটে কাজ করবে। এ ছাড়া বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধারকাজে নিয়োজিত থাকবে।

এর আগে গতকাল শুক্রবার রাতেই নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি ডুবুরিদল সিলেট এসে পৌঁছে। আজ সকাল থেকে তারা দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করছে। একটি দল সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে এবং একটি দল কোম্পানীগঞ্জে গেছে। এ ছাড়া সেনাবাহিনী সিলেট সদর, কোম্পানীগঞ্জ এবং গোয়াইনঘাটে কাজ করছে।

গতকাল থেকেই সিলেট এবং সুনামগঞ্জে উদ্ধার অভিযান শুরু করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেল থেকে তারা সিলেটের তিনটি উপজেলা ও সুনামগঞ্জের পাঁচটি উপজেলায় উদ্ধারকাজে নামেন।

উপরে