প্রকাশিত : ২০ জুন, ২০২২ ২০:১১

চট্টগ্রামে পাহাড় ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে পাহাড় ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু

চট্টগ্রামে ষোলশহরে পাহাড় ধসে এবার ১২ বছর বয়সী আবু রায়হান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চার দিনের টানা বৃষ্টিতে পৃথক পাহাড় ধসের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জন।

সোমবার (২০ জুন) ভোররাতে ষোলশহরে (চশমা হিল) গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মো. আবু রায়হান কুমিল্লা জেলার লাকসাম থানার ইছাপুর গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ধারণা করছি আজ ভোররাতের দিকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ের কিছু অংশ ধসে একটি সীমানা দেয়ালের ওপর পড়েছে। সে দেয়াল ভেঙে পাশে থাকা দোকানের ওপর পড়েছে।

তিনি স্থানীয়দের বরাতে আরও বলেন, দোকানে তখন রায়হান ঘুমে ছিল। বাবার দোকানটিতে সে সহযোগিতা করত। রাতে দোকান শেষে বাবা তাকে নিয়ে যেতে চাইলেও সে যায়নি। সকালে উঠে দেয়াল চাপা পড়া অবস্থায় তার মরদেহ দেখে বাবা পুলিশকে জানাই।

এর আগে গত শুক্রবার রাতে আকবর শাহ এলাকার পৃথক দুটি পাহাড় ধসে চারজনের মৃত্যু হয়। এসময় আহত হন ৪ জন।

উপরে