যাত্রা বাতিল হয়নি, চলবে দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস

ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ নেই। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় ভয়ংকর আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেসের রাত ৮টা ও পঞ্চগড় এক্সপ্রেসের রাত ১০টা ৪৫ মিনিটের ট্রেনের যাত্রা বাতিলের ঘোষণার কিছুক্ষণ পর রেল কর্তৃপক্ষ জানায়, বাতিল নয়, শিডিউল কিছুটা বিপর্যয় হলেও চলবে ট্রেন।
শনিবার (৯ জুলাই) বেলা সোয়া ১১টায় নিজ কার্যালয়ে এ কথা জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার রাত থেকেই অনেক ট্রেনে যাত্রীরা নিজ গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছেন। অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে বাসায় ফিরে গেছেন।
উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতেই সবচেয়ে বেশি শিডিউল বিপর্যয় দেখা গেছে। কোনো কোনো ট্রেন দুই-তিনবারও সময় পরিবর্তন করেছে। স্টেশনে গিয়ে দেখা যায়, টিকিট কাটা যাত্রীরা সবাই প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে বসে আছেন। ক্লান্ত শরীর নিয়ে অনেককে ঘুমাতে দেখা গেছে।
কমলাপুর রেলস্টেশনে ছোট্ট শিশুদের নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তাদের বাবা-মায়েরা। তার উপরে গরমে দীর্ঘ সময় অপেক্ষা করে ক্লান্তও তারা। কেউ স্টেশনেই চাদর কিংবা কাগজ বিছিয়ে শুয়ে পড়েছেন।
যাত্রীরা বলছেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাত পৌনে ১১টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ছাড়েনি। এছাড়া পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস শুক্রবার রাত ৮টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় শনিবার সকাল ৭টায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কমলাপুর রেলস্টেশনের এক কর্মকর্তা বলেন, পঞ্চগড় এক্সপ্রেস তো গতকাল রাতে আসেনি, আবার একই এলাকার অপর রাতের ট্রেন দ্রুতযান এক্সপ্রেস ভোরে এলেও মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
এদিকে ময়মনসিংহগামী ‘বলাকা’ পৌনে ৫টায় এবং ‘জামালপুর কমিউটার’ পৌনে ৬টায় ছেড়ে গেছে। এছাড়াও চট্টগ্রামগামী ‘সোনার বাংলা’ ৭টায়, ময়মনসিংহ হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ‘তিস্তা এক্সপ্রেস’ সাড়ে ৭টায় এবং কিশোরগঞ্জের ‘এগারসিন্দুর এক্সপ্রেস’ পৌনে ৮টার ট্রেন ৫ মিনিট পর ৭টা ৫০ মিনিটে ছেড়ে গেছে।