সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। তার আঁচ পড়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
তিনি বলেছেন, সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে। দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন প্রমুখ।
জ্বালানি উপদেষ্টা বলেন, মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। সেটা আগে থেকেই জানানো হবে। দিনে এক থেকে দু’ঘণ্টা লোডশেডিং হবে। রাত আটটার পর দোকান বন্ধ থাকবে। মসজিদে চলবে না এসি। গাড়িতে তেলের ব্যবহার কমাতে পদক্ষেপ নেওয়া হবে।