ঢাবির নিখোঁজ হওয়া শিক্ষার্থী মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হোসেন হিমেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারি।
মঙ্গলবার (১৯ জুলাই) ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের চার নম্বর বক্স কালভার্টের নিচে হিমেলের লাশ পাওয়া যায়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
হিমেল ২০১২-১৩ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন ও মুসলিম সলিমুল্লাহ হলের সাবেক ছাত্রলীগ নেতা। এবং বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১৮ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে অফিসের সহকর্মী সহ মিঠামইন হাওরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে তলিয়ে যান। জাল দিয়ে মাছ মারার সময় পড়ে গিয়ে তলিয়ে যান।