উজিরপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শিকারপুর নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপরে মোল্লা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে একটি মাইক্রোবাস ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে উজিরপুরের শিকারপুর নামক স্থানে চাকা পাংচার হলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন কমপক্ষে ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া তানজিন।