ট্রেনের ছাদে যাত্রী নয়: হাইকোর্ট

দুর্ঘটনা ঠেকাতে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালত আরও বলেন, ট্টেনের ছাদে যাত্রী বহনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আজ থেকে ট্টেনের ছাদে যাত্রী বহন বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলেছেন আদালত। ওইদিন পরবর্তী আদেশ দেওয়া হবে।