অবৈধভাবে অভিবাসন যেন মরণযাত্রা

অবৈধভাবে অভিবাসন যেন মরণযাত্রা। এ ধরণের অভিবাসন শুধু ভয়ংকরই নয় বরং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে থাকে।
শুক্রবার ( ২২ জুলাই) শরীয়তপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন উৎসাহিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তরা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে অবৈধ অভিবাসন বন্ধে কাজ করতে হবে। ৪ লাখ শরীয়তপুরের বাসিন্দা ইতালিতে অবস্থান করছেন। অবৈধ অভিবাসী বন্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সম্মানিত অতিথি ঢাকাস্থ ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা বলেন, ইতালিতে অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি। মানব প্রচার বন্ধ করতে দালালদের দমন, পাচারের উদ্দেশ্য ও নানান সংকটগুলো খুঁজে বের করা প্রয়োজন।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, অবৈধভাবে অভিবাসী করতে গিয়ে উদ্ধার হওয়া ১৮৬ জন বাংলাদেশিকে আগামী সপ্তাহে ফিরিয়ে আনা হবে। তিনি যুব সম্প্রদায়কে এত টাকা খরচ না করে দেশে উদ্যোক্তা হয়ে কিছু করার আহ্বান জানান। মোমেন বলেন, অবৈধভাবে অভিবাসী হতে দেশের ভাবমূর্তি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউরোপে অবৈধভাবে গিয়ে বৈধ হবার কোনো প্রকার সুযোগ নেই বলে পররাষ্ট্র সচিব জানান।
পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন আর নাই যে বিদেশি গিয়ে পথে ঘাটে আমরা নির্যাতিত হব। ২৫/৩০ লাখ টাকা খরচ করে অনিরাপদ পথে বিদেশ না যেতে শরীয়তপুরের তথা দেশের সকল জনগণকে আহ্বান জানান তিনি।
ড. বেনজীর আহমেদ বলেন, বিদেশে অনিরাপদ যাত্রা বন্ধ করতে হবে। কারণ এটি ভয়ংকর যাত্রা, মরণযাত্রা। আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ পাসপোর্ট ছিড়ে ফেলে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি হয়েছে বলেই তারা এসেছে বলে তিনি মনে করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জান, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বক্তব্য দেন।