পোরশায় সড়ক দুর্ঘটনায় নাইট গার্ডের মৃত্যু

নওগার পোরশায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৫০) নামের এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে । মকবুল হোসেন উপজেলার বড়গ্রাম কবিরাজ পাড়ার আজিম উদ্দিনের ছেলে। তিনি বড়গ্রাম বাজারের নাইট গার্ডের দায়িত্ব পালন করতেন।
জানা গেছে শুক্রবার রাতে তিনি তার দায়িত্ব পালন করার জন্য নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বড়গ্রাম বাজারের দিকে আসছিলেন। বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ গেটের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে পড়ে গিয়ে তিনি আহত হন ।
আহত অবস্থায় উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় মারা যান।