আগামী নির্বাচন সুষ্ঠু, সঠিক ও অংশগ্রহণমূলক হবে: সিইসি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সঠিক, অংশগ্রহণমূলক এবং অবাধ ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, আগামী নির্বাচনে যেন ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এ বিষয়টি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চাইব।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণফোরামের সঙ্গে ইসির সংলাপে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, যে নির্বাচন করবে, তাকেই জিততেই হবে। হারতেও যে হতে পারে এটা কেউ মেনে নিচ্ছে না। মনস্তাত্ত্বিক দৈন্যতা আমাদের মধ্যে আছে। তাই সহনশীলতা যদি জাগ্রত করা না যায়, তাহলে সংকট থেকে যাবে বলে।
তিনি বলেন, দেশে কোনো নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হলে, ভোটের শেষে মারামারি হয়। কাল একটি শিশু মারা গেছে। রাত ১০-১১টার দিকে ফোন করেছি ডিসি-এসপিকে, যে কী হলো। নির্বাচন শেষ হয়ে গিয়েছিল এবং মেম্বার প্রার্থী হামলা করে বসল।
গণফোরাম নেতাদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন। রাজনীতির সংস্কৃতি ধারণা করা, লালন করা আপনাদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব অনেক বড়। আপনাদের কাছে ছোট, কিন্তু আমাদের কাছে অনেক বড়। আপনাদের বক্তব্য শুনেছি। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেব।